
সেনবাগে ব্রিকফিল্ড মালিকের পরিবারের ৫জন করোনা সনাক্ত
-
- - নোমান সিদ্দিকী -
- প্রতিবেদক --
- 29 May, 2020
শনিবার সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ১ং ওয়ার্ডে একই পরিবারের ৫জনের করোনা সনাক্ত,
পরিবারের কর্তা ছাতারপাইয়া মায়ের দোয়া ব্রিকফিল্ডের মালিক ওলী কোম্পানী,
তিনি ঈদুল ফিতরের আগের দিন জ্বর সর্দি ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে ঢাকায় মৃত্যুবরণ করেন,
কিন্তু তারা স্বাস্থ্য বিভাগকে বিষয়টি না জানিয়ে গোপনে লাশ দাফন করে পেলে, পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য বিভাগ খবর পেয়ে (২৮ মে) বৃহস্পতিবার মৃত ওলী কোম্পানীর পরিবারের ৬জন সদস্যের করোনার নমুনা সংগ্রহ করে,তার মধ্যে ৫জনই করোনায় আক্রান্ত।
ধারণা করা হচ্ছে তারা সবাই তাদের পিতা ওলী কোম্পানীর থেকে সংক্রমিত হয়েছে,
ইতিমধ্যে সেনবাগ থানার প্রশাসন ও মেডিকেল টিমসহ রোগীর বাড়িটি লকডাউন করেছেন।
নোয়াখালী সিভিল সার্জন এর রিপোর্ট অনুযায়ী এই নিয়ে সেনবাগ উপজেলাতে মোট করোনা সনাক্তের সংখ্যা ২৮জন, মৃত্যুবরণ করেছেন ২জন, উন্দানিয়া গ্রামের আলী আক্কাস ও ছাতারপাইয়া গ্রামের আব্দুল মান্নান।
তবে ফেনী ও ঢাকা থেকে আসা ২জন রোগী এবং চট্টগ্রাম থেকে আসা করোনায় মৃত ব্যাক্তিসহ উপজেলাতে মোট ৩১জন করোনা সনাক্ত।
নোয়াখালী টিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মতিউর রহমান