
সুমনা গ্রুপের চেয়ারম্যান ও পরিচালক করোনা আক্রান্ত!
-
- - আবদুল আজিজ -
- প্রতিবেদক --
- 20 June, 2020
নোয়াখালী টিভি : বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক ডা. রুবাইয়াত ইসলাম'র আম্মা মিসেস সুলতানা আক্তার কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।
তিনি দেশের অন্যতম বৃহৎ শিল্পগ্রুপ “সুমনা গ্রুপ” এর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। একই সাথে সুমনা গ্রুপের” পরিচালক সুকন্যা ইসলাম কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে।
ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. রুবাইয়াত ইসলাম মন্টি উনার ফেইজবুক স্ট্যাটাসে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করে
এবং ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ও সুমনা গ্রুপের পরিচালকের সুস্থার জন্য সকলের নিকট দোয়ার দরখাস্ত করেন।