উপজেলা প্রতিনিধি, কবিরহাট :

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’- এ স্লোগান সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দিনব্যাপী জেলার কবিরহাট উপজেলার কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে সোমবার তারুণ্যে মেলার উদ্বোধন করা হয়।

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয়েছিল তারুণ্যের আনন্দ-উচ্ছ্বাসে। আয়োজিত হয়েছে পিঠা ও বিজ্ঞান মেল। যেখানে ছাত্রছাত্রী, শিক্ষক এবং আমন্ত্রিত অতিথিরা একত্রিত হয়ে উদযাপন করেন। তারুণ্য মেলায় বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠা ও বিজ্ঞান প্রদর্শনী ছিল ১৬টি স্টলে।

যার মধ্যে ছিল নানা বাহারি নামের পিঠা এবং শিক্ষার্থীদের দেয়া সুন্দর সুন্দর নামের বিভিন্ন ধরনের পিঠা। নান্দনিক সাজসজ্জায় উপস্থিত সবাই  মুগ্ধ।

মেলা উদ্বোধন করেন কবিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ হাফেজ মুহাম্মদ মাহবুবুর রহমান ওসমানী। এ সময় উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সৌরভ হোসেন কামাল, কবিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, পৌর বিএনপির সদস্য সচিব বেলায়েত হোসেন খোকন, কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওহিদুজ্জামান বাবুলসহ বিভিন্ন স্কুল-কলেজ থেকে আগত শিক্ষকরা।

এ সময় আরো উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রেহান উদ্দিন অঞ্জন, সাইফুল ইসলাম নিশাত, ইমরান, আবির, ইব্রাহিমসহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *