উপজেলা প্রতিনিধি, সদর :

জেলার সদর উপজেলায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো.শাহাজাহান নামে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত শাহজাহান নোয়াখালী পৌরসভার ১নং ওয়ার্ডের পশ্চিম মাইজদী এলাকার খন্দকার পাড়ার মৃত আদুল্যা মিয়ার ছেলে।
বুধবার (২২ জানুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলের দিকে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত ১৮ জানুয়ারি বিকেলে অভিযুক্ত শাহাজাহানের স্ত্রী বাসায় ছিলেন না। এ সুযোগে তিনি প্রতিবেশী শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। আকস্মিক শাহজাহানের স্ত্রী বাইরে থেকে বাসায় ঢুকে ঘটনাটি দেখে ফেলেন। পরে শাহজাহানের স্ত্রী ও শিশুটি তার মাকে ঘটনাটি জানায়। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। বুধবার নির্যাতনের শিকার শিশুর মা বাদী হয়ে সুধারাম থানায় একটি মামলা দায়ের করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম। তিনি বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেয়া হয়েছে। ওই মামলায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।