নোয়াখালী টিভি

বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি

Uncategorized

লক্ষ্মীপুরে পার্কের ইজারা নিয়ে নয়ছয় : প্রতিবাদে মানববন্ধন

লক্ষ্মীপুর (সদর) পৌর শিশু পার্কের ইজারা নিয়ে নয়ছয় করার অভিযোগ উঠেছে। প্রতিবাদে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ।

বুধবার(২০ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ফরহাদ, আরিফুর রহমান,আব্দুল মতিনসহ আরো অনেকে।

এইসময়ে তারা অভিযোগ করে বলেন, পৌরসভা দরপত্রের ৩৭ লক্ষ ৭’শ টাকা নিয়ম অনুযায়ী আমরা সকল কাগজ পত্র জমা দিয়েছি কিন্তু নিকটতম প্রতিদ্বন্দ্বী ৩১ লক্ষ ৫০ হাজার দরপত্রের রেট দেয়। একটি পক্ষ পৌর কতৃপক্ষের উপর প্রভাব খাটিয়ে শিশু পার্ক ইজারা নেওয়ার পায়তারা করছে।তবে পৌরসভা থেকে এখনো কোন সঠিক সিন্ধান্ত দেয় নাই। আমরা বৈষম্যের শিকার। আমরা চাই তদন্ত করে সর্বোচ্চ দর প্রস্তাবকারীকে পৌর শিশু পার্কের ইজারা দেওয়া হোক।

এ বিষয়ে লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক মোঃ জসিম উদ্দিন জানান, এটি বর্তমানে টেন্ডার ইভালুয়েশন কমিটির কাছে রয়েছে। তারা মিটিং করেছে। আমি বলেছি সরকারি আইন মোতাবেক যেন সিন্ধান্ত নেওয়া হয়।

প্রসঙ্গত: গত ৩ নভেম্বর লক্ষ্মীপুর পৌরসভা থেকে পৌর শিশু পার্ক ও গরু বাজারের দরপত্রের আহ্বান করেন। এতে গরু বাজারের জন্য দু’জন ও পৌর শিশু পার্কের জন্য ৭ জন দরপত্র দাখিল করেন। ১২ তারিখে দরপত্র খোলা হলেও এখনো কাউকে ইজারাদার হিসেবে গন্য করেনি।তবে গুঞ্জন উঠেছে একটি প্রভাবশালী মহলের চাপে পৌর শিশু পার্কের ইজারা সর্বচ্চো দ্বিতীয় দরপত্র প্রস্তাবকারীকে দেওয়ার পায়তারা চলছে।এর প্রতিবাদে আজকের মানববন্ধন অনুষ্ঠিত হয়

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *