নোবিপ্রবি প্রতিনিধি:

রেক্টাল ক্যান্সারে আক্রান্ত মারা গেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ফার্মেসি বিভাগের ১৭তম আবর্তনের মেধাবী ছাত্র ওমর ফারুক (২২)।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১টা ৪ মিনিটে চট্টগ্রামে পার্ক ভিউ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। তার বাড়ি কক্সবাজার সদর উপজেলার কালিরছাড়া গ্রামে।

সহপাঠীদের তথ্যমতে, গত দেড় বছর যাবত ফারুক মরণব্যাধি রেক্টাল ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। চট্টগ্রামে পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসা চলছিল তার। কিন্তু মৃত্যুর কাছে হার মানলেন নোবিপ্রবির এই মেধাবী শিক্ষার্থী।

ফারুকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্যাম্পাস জুড়ে। শোক প্রকাশ করেছে সহপাঠী থেকে শুরু করে শিক্ষকসহ অন্যান্য শিক্ষার্থীরা।
তার সহপাঠী শিক্ষার্থী রাসেল শেখ বলেন, ফারুক অনেক মিশুক আর হাসিখুশি ছিল। কখনো কারো সঙ্গে ঝগড়া বা মনোমালিন্য দেখিনি। দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় থেকে হঠাৎ করেই আমাদের ত্যাগ করে চলে গেলেন। বিশ্বাসই করতে পারছি না, বন্ধু আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা ওর মৃত্যুতে ভীষণ শোকাহত।

ফার্মেসি বিভাগের প্রফেসর ড. শফিকুল ইসলাম বলেন, আমরা এ ঘটনায় অত্যন্ত ব্যথিত। ওমর ফারুক ছিলেন একজন প্রতিভাবান, সংগ্রামী এবং মানবিক গুণাবলিতে ভরপুর। তার মেধা, পরিশ্রম এবং সহপাঠীদের প্রতি সহযোগিতামূলক আচরণ আমাদের সবার হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *