বিশেষ প্রতিনিধি:

জেলার সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে ২ লাখ টাকা চাঁদা চেয়ে না পাওয়ায় ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’ এওজবালিয়া ইউনিয়নের সভাপতি ক্বারী আতিক উল্যার নির্মাণাধীন দোকান ভাঙচুুর ও নির্মাণসামগ্রী লুটের ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৩শে জানুয়ারী) বিকালে উপজেলার জমিদারহাট বাজারে ‘ইসলামি আন্দোলন বাংলাদেশ’ সদর উপজেলা শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে ইসলামি আন্দোলন বাংলাদেশ, সদর উপজেলা শাখার সভাপতি ডা. আবদুল মুকিত, জেলার দক্ষিণ শাখার সহ-সম্পাদক মাওলানা কাউসার আহমেদ, এওজবালিয়া ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন ও ভুক্তভোগী ক্বারী আতিক উল্যার ছেলে হাফেজ মাহমুদুল হাসান জাবেদসহ অন্যরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, বিএনপির প্রভাব খাঁটিয়ে চাঁদাবাজ ও দখলদারদেরকে কোনোভাবেই ছাড় দেয়া হবে না। অনতিবিলম্বে এদেরকে দল থেকে বহিষ্কার করতে হবে। যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হয় তাহলে বিএনপি এর দায় এড়াতে পারবে না।
জানা গেছে, স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতা মহিন উদ্দিন, যুবদল নেতা দেলোয়ার হোসেন লিটন, ওমর ফারুক মিলন ও নছির আহমেদসহ সংঘবদ্ধ কয়েকজন সন্ত্রাসী ভুক্তভোগী আতিক উল্যার নিকট ২ লাখ টাকা চাঁদা দাবি করে। কিন্তু ভুক্তভোগী তাদের চাহিত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত সোমবার রাতে নির্মাণাধীন দোকান ভাঙচুর করে এবং দোকানের সকল নির্মাণসামগ্রী লুট করে নিয়ে যায়। পরদিন মঙ্গলবার এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সেনাবাহিনী ও সুধারাম মডেল থানা পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ জানালে তাৎক্ষণিক অভিযান চালিয়ে যৌথবাহিনী ঘটনাস্থল থেকে একজনকে আটক করে।